Print Date & Time : 23 July 2025 Wednesday 6:51 pm

নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিএসসিসিএল

নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএস) মাধ্যমে গত রোববার বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ ওয়ারেন্টস পাঠানো হয়েছে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৩ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩৬ টাকা ৪৪ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ৩১ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা।

গতকাল শেয়ারদর তিন দশমিক শূন্য চার শতাংশ বা তিন টাকা ১০ পয়সা  বেড়ে প্রতিটি সর্বশেষ ১০৫ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১০৪ টাকা ১০ পয়সা। দিনজুড়ে এক লাখ ২৪ হাজার ৪০১টি শেয়ার মোট ৪৩৩ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ২৮ লাখ ৫৯ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ১০২ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ১০৫ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১০০ টাকা ৭০ পয়সা থেকে ১৩৫ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৩৬৩ কোটি ৬৭ লাখ টাকা।