Print Date & Time : 3 August 2025 Sunday 8:29 am

নগরকান্দার কুমার নদের সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর

প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে ৯৯ মিটার দৈর্ঘ্য এবং ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের আরসিসি সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলা সদরের কুমার নদে বহুল আলোচিত এ সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক নেতারা।