Print Date & Time : 29 July 2025 Tuesday 10:12 am

নজরুল বিশ্ববিদ্যালয় কুয়াশা উৎসব ১০ ও ১১ ডিসেম্বর

 

প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয়: অঘ্রানের আধো-হিমশীতল কনকনে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘কুয়াশা উৎসব’। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কবি নজরুলের স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে হেমন্তের বিদায় লগ্নে শীতের সৌন্দর্যকে তুলে ধরতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এমন বৈচিত্র্যধর্মী অনুষ্ঠানের আয়োজন।

এবার ‘হারাবার আগে পায়ে মাখো শিশির, কুয়াশার মাঠে বাড়ুক প্রাণের ভিড়।’ সেøাগানে রবি ও সোমবার (১০ ও ১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাণের কুয়াশা উৎসব।

আয়োজক কমিটির একাধিক সদস্য জানান, উৎসবের জন্য গত ১ ডিসেম্বর থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি চলে এর প্রচারণা। মাসখানেক আগে থেকেই ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে উৎসবের প্রচারণা করা হচ্ছে। ক্যাম্পাস ঘুরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে, গান পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে করা হচ্ছে অর্থ সংগ্রহ।

আয়োজক কমিটির সদস্য আহসানুল্লাহ নিপুণ জানান, কুয়াশা উৎসব মূলত শীতকালে আয়োজন করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি এবং নির্বাচনের কথা চিন্তা করে এবার উৎসবের তারিখ এগিয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘কুয়াশা উৎসব’ এবারের মতো তৃতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদী আয়োজন কমিটি এবং দর্শনার্থীরা।