নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার বিজ ডেস্ক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের দীর্ঘাকার ১০০ ফুট চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে ‘শিশুস্বর্গ’-এর শতাধিক শিশুদের নিয়ে এ আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপের ৯ শিশুশিল্পীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম।

এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শিবু পদ দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয়

কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব লিটু, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী বলদেব অধিকারী প্রমুখ।