নতুন ইউনিটের বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মতিন স্পিনিং

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য নতুন প্রতিষ্ঠিত স্পেশাল ইয়ার্ন ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ আগস্ট থেকে নতুন এই ইউনিটে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে বলে জানা গেছে।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, কোম্পানিটির ‘স্পেশাল ইয়ার্ন ইউনিট’ প্রজেক্টের মাধ্যমে প্রতিদিন উৎপাদন ১০ টন বাড়াবে। বর্তমানে কোম্পানিটির উৎপাদনক্ষমতা দিনপ্রতি ৫১ টন (২৫ টন কার্ড অ্যান্ড কমবেড ইয়ার্ন, ১০ টন মেলাঞ্জ ইয়ার্ন ও ১৬ টন সিনথেটিক ইয়ার্ন)। নতুন এই প্রজেক্টের বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে বার্ষিক উৎপাদন ক্ষমতা বাড়বে সাড়ে ৮ থেকে ৯ টন (প্রতিদিন)। আর আনুমানিক বার্ষিক আয় বাড়বে ৯৫ থেকে ১০০ কোটি টাকা। নতুন এই প্রজেক্টে ব্যয় হচ্ছে ১৮৬ কোটি টাকা। এর মধ্যে ১২৫ কোটি টাকা জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে ঋণ এবং বাকি ৬১ কোটি টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা হয়েছে।