নতুন উচ্চতায় ডিএসইর বাজার মূলধন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন নতুন উচ্চতায় পৌঁছানোর রেকর্ড গড়ে। ডিএসইতে গতকাল সব সূচক বাড়ার পাশাপাশি লেনদেন ৯০০ কোটির ঘর ছাড়িয়েছে। বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৯৮ হাজার ৩৪৮ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ১৫৮ টাকা হয়, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৯১৫ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে এক হাজার ৩০৮ দশমিক ৪০ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে দুই হাজার ১১৮ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইতে গতকাল লেনদেন হয় ৯৩০ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৮২ কোটি ১০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪৮ কোটি ১১ লাখ টাকা। এদিন ২৫ কোটি ৮৬ লাখ ৭৩ হাজার ৩২টি শেয়ার এক লাখ ৪০ হাজার ৬৬৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৪৪টির, অপরিবর্তিত ছিল ৩৫টির দর।

টাকার অঙ্কে এবং শেয়ার সংখ্যায় সবচেয়ে বেশি লেনদেন হয় আল-আরাফাহ্ ব্যাংকের। ২০ কোটি ৬৬ লাখ ২৯ হাজার টাকায় ৯৪ লাখ ৮১ হাজার ৬০৮টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির  দর ৯০  পয়সা বেড়েছে। এরপরের অবস্থানগুলোয় ছিল সিঅ্যান্ডএ টেক্স, বিবিএস, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, আইএফআইসি, ফরচুন শুজ, এনবিএল, লংকাবাংলা ফাইন্যান্স, শাহ্জালাল ব্যাংক। সবচেয়ে বেশিসংখ্যক শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল সিঅ্যান্ডএ টেক্স। কোম্পানিটির ৮৭ লাখ ৮৮ হাজার ৪৩৯টি শেয়ার ১১ কোটি ৮৩ লাখ টাকায় লেনদেন হয়। এরপরের অবস্থানগুলোতে ছিল বিবিএস, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, আইএফআইসি, ফরচুন শুজ, এনবিএল, লংকাবাংলা ফাইন্যান্স, শাহ্জালাল ব্যাংক।

৯ দশমিক ৯৩ শতাংশ দর বেড়ে বৃদ্ধির শীর্ষে উঠে আসে মুন্নু সিরামিক। এরপরে ৯ দশমিক ৮৯ শতাংশ বাড়ে স্ট্যান্ডার্ড সিরামিক। বিবিএস কেব্ল্স ৯ দশমিক ৭০ শতাংশ, আরামিট সিমেন্ট ৭ দশমিক ৫৯ শতাংশ, ফরচুন ৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে ৯ দশমিক ৪৯ শতাংশ দর কমেছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫ দশমিক ৬ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪ দশমিক ২৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৩ দশমিক ৬৩ শতাংশ ও আরএন স্পিনিং ৩ দশমিক ৫৫ শতাংশ কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৮ পয়েন্টে, সার্বিক সূচক সিএএসপিআই ৯০ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৫১ পয়েন্টে অবস্থান করে। গতকাল দিনজুড়ে ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১১৫টির দর বেড়েছে, কমেছে ১০৬টির, অপরিবর্তিত ছিল ২৯টির দর।

এদিন ৫২ কোটি ৬২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৪ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৮৫৮ টাকার শেয়ার। এ হিসাবে লেনদেন বেড়েছে আট কোটি ২৫ লাখ টাকা। সিএসইতেও লেনদেনের শীর্ষে ছিল আইডিএলসি। কোম্পানিটির পাঁচ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপর বিবিএস কেব্ল্স দুই কোটি ৯৮ লাখ টাকার, আরএসআরএম স্টিল দুই কোটি ৯ লাখ, ফরচুন শুজ এক কোটি ৮৭ লাখ, বিবিএস এক কোটি ৮৬ লাখ, লংকাবাংলা এক কোটি ৮৩ লাখ, আইএফআইসি এক কোটি ১৭ লাখ, এবি ব্যাংক এক কোটি আট লাখ, বিএসআরএমের ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।