Print Date & Time : 29 July 2025 Tuesday 10:09 am

নতুন কোম্পানি প্রতিষ্ঠা করছে বে লিজিং

নিজস্ব প্রতিবেদক :বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের একটি কোম্পানি। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ একটি নতুন সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা করবে। যার নাম হবে ‘বিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। ইতোমধ্যেই কোম্পানিটির পরিচালনা পর্ষদ নতুন কোম্পানিটি প্রতিষ্ঠার লক্ষ্যে যথাযথ অনুমোদনও দিয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট-১৯৯৩ এবং কোম্পানি আইন ১৯৯৪ ধারা অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান গঠন করছে বে লিজিং। তবে তা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে সহযোগী নতুন কোম্পানিটি প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করা হবে।