সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সম্প্রতি তার বর্তমান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারকে আগামী ৪ জুলাই থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়া হয়েছে। এ সময় রাকাবের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নব নিয়োগপ্রাপ্ত গভর্নরের সঙ্গে মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি
