Print Date & Time : 18 August 2025 Monday 1:02 am

নতুন গান নিয়ে টুটুল

শোবিজ ডেস্ক: গত বছরের ঈদুল ফিতর উপলক্ষে ধ্রুবতারা ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছিল এসআই টুটুলের দুটি গান। এরপর আর নতুন কোনো গানে কণ্ঠ দেননি তিনি। দীর্ঘ বিরতির পর টুটুল এবার শ্রোতা-দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন গান। ‘মেঘ বিবাগী হলে’ শিরোনামের এ গানটির সঙ্গে ভিডিও প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। সাদাফ হাসনাইন মানজুরের কাব্যকথায় গানটির কম্পোজিশন করেছেন তিতাস কাজি। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ফ্লোরিডা, লন্ডন ও ঢাকার মনোরম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও পরিচালনা করেছেন জিএমসি সোহান। পুরো ভিডিওজুড়েই রয়েছে টুটুলের উপস্থিতি। নিজের নতুন গান নিয়ে টুটুল বলেন, দীর্ঘ বিরতির পর নতুন একটি গান গাইলাম। ‘মেঘ বিবাগী হলে’ গীতিকবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গানটির সুর ভীষণ মিষ্টি। গানটি গাইতে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শকেরও ভালো লাগবে। আগামীকাল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গান-ভিডিও ‘মেঘ বিবাগী হলে’। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও রবি স্পø্যাশে।