নিজস্ব প্রতিবেদক: আগে গ্যাস সাগরে ভাসছে এমন কথা বলা হতো; কিন্তু এখন গ্যাস নেই। কিন্তু দেশে নতুন গ্যাসক্ষেত্র খুঁজে দেখার মতো কাজও হয়নি। এতে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন ছিল তাও হয়নি। গতকাল বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।
রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ সিরামিক সোসাইটি ও বাংলাদেশ সিরামিক ওয়ার্কস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) আয়োজনে ১৫তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সম্মেলনের পাশাপাশি ওই অডিটরিয়ামে শুরু হয়েছে দুই দিনের সিরামিক পণ্যের প্রদর্শনী।
মশিউর রহমান বলেন, গ্যাসক্ষেত্র খুঁজে দেখা, গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকলে সেখানে বিভিন্ন বিষয়ে গবেষণাসহ কতটুকু গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এসব গবেষণা করতে হয়। এতে বিভিন্ন পর্যায়ে প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে। কিন্তু আমাদের দেশ গ্যাসের ওপর ভাসছে এমন অনেক আলোচনা হলেও আসলে গ্যাস পাওয়ার জন্য প্রয়োজনীয় কাজ ও বিনিয়োগ করা হয়নি।
এসব কাজের জন্য বিদেশি কোম্পানিকে কেন কাজ দেওয়া হয় তার একটি ব্যাখ্যায় প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, গ্যাসক্ষেত্র খোঁজা বা উত্তোলন যা-ই বলি না কেন, সেখানে বিদেশিদের কাজ দেওয়ার পেছনে একটি উদ্দেশ্য থাকে। এখানে প্রক্রিয়াটি থাকে সেটি আন্তর্জাতিক মানের। প্রাইজটাই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ করা হয়। দেশের কাউকে এ কাজগুলো দেওয়া হলে তা ‘আইসোলেটেড’ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আমাদের দেশে এ কাজের জন্য পর্যাপ্ত প্রযুক্তিরও স্বল্প রয়েছে বলে জানান তিনি।
সিরামিক শিল্পে সমস্যা ও সম্ভাবনা নিয়ে উদ্যোক্তারা বক্তব্য দেওয়ার সময় গ্যাসের সংকটকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে তুলে ধরেন। এরই প্রেক্ষাপটে মসিউর রহমান এসব কথা বলেন। পাশাপাশি তিনি গ্যাসের অপচয় রোধে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন। এছাড়া এ শিল্পের উন্নয়নে সরকার কীভাবে সহযোগিতা করতে পারে এ বিষয়ে একটি প্রস্তাবও চান এ খাতের উদ্যোক্তাদের কাছ থেকে। যা তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন বলে কথা দেন। তবে এ খাতের উন্নয়নের জন্য মানবসম্পদের উন্নয়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এ উপদেষ্টা।
বিসিএমইএ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, গ্যাসের সমস্যা সমাধান করতে পারলে আমাদের এ খাত আরও অনেক দূর এগিয়ে যেত। আমাদের সিরামিক খাতের উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে আমরা জ্বালানির বিষয়টিতে সংকট কাটিয়ে উঠতে পারলে এবং কিছু নীতি সহায়তা পেলে এ সেক্টরকেও পোশাক খাতের মতো বড় একটি পরিসরে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে জানান তিনি। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সিরামিক সোসাইটির প্রেসিডেন্ট আফতাব উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। এছাড়া এ খাতের অন্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।