Print Date & Time : 13 September 2025 Saturday 11:23 am

নতুন ঠিকানায় নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার

বড় পরিসরে কিডনি রোগীদের সেবা দিতে নতুন ঠিকানায় স্থানান্তর হয়েছে নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার। এখন থেকে পান্থপথের সিটি টাওয়ারের চতুর্থ তলায় নিজেদের কার্যক্রম পরিচালনা করবে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্রো করপোরেশন এবং বাংলাদেশি শিল্প গ্রুপ জেএমআইয়ের যৌথ অংশীদারি এ প্রতিষ্ঠান। গত বুধবার সকালে নতুন ঠিকানায় নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। অনুষ্ঠানে বক্তব্য দেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালের ভাইস চেয়ারম্যান সৈয়দ হারুন অর রশিদ, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি