গুরুতর অসুস্থতা প্রতিরোধ ও সুস্থ থাকার প্রচেষ্টাকে সহায়তার উদ্দেশ্যে মেটলাইফ থ্রি সিক্সটি হেলথ (৩৬০ঐবধষঃয) নামে নতুন ধরনের একটি মোবাইল অ্যাপ চালু করেছে মেটলাইফ। নতুন এ মোবাইল অ্যাপটি সুস্থতার যে পাঁচটি মূল বিষয়ে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে, সেগুলো হলোÑরোগ প্রতিরোধ; প্রাথমিক রোগ নির্ণয়; সহজ চিকিৎসাসেবা, পরিচর্যা এবং বিমার মাধ্যমে আর্থিক সুরক্ষা। মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে মেটলাইফ থ্রি সিক্সটি হেলথ।’ বিজ্ঞপ্তি

Print Date & Time : 28 August 2025 Thursday 2:42 pm
নতুন ধরনের মোবাইল অ্যাপ চালু করল মেটলাইফ
করপোরেট কর্নার ♦ প্রকাশ: