শোবিজ ডেস্ক: অনেকদিন ধরেই টিভিপর্দায় দেখা যায় না একসময়কার জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুলকে। তবে এবার নতুন নাটক নিয়ে ফিরছেন তিনি।
শিশুদের বিনোদনের টিভি চ্যানেল দুরন্ত টিভির জন্য নির্মিত হয়েছে ২৬ পর্বের ধারাবাহিক ‘পঞ্চভুজ’। এখানেই বিশেষ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিমুল। বেশ কিছু নাটকে তার অভিনয় আজও দর্শকের স্মৃতিকোটরে সঞ্চিত রয়েছে। ‘জোছনার ফুল’ নাটকে তার চরিত্রটি দর্শকপ্রিয় ছিল। এ দেশে পেপসির বিজ্ঞাপনে তিনিই প্রথম মডেল হিসেবে কাজ করেন। তবে ইদানীং আর তাকে নিয়মিত অভিনয় করতে দেখা যায় না। গত ঈদেও চোখে পড়েনি তার কোনো নাটক-টেলিছবি। তবে ফুটবলপ্রিয় এ অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন বিশ্বকাপের উš§াদনায়। তিনি ব্রাজিলের সমর্থক। ব্রাজিল এবারের আসর থেকে বিদায় নেওয়ায় মনে কষ্টও পেয়েছেন। তবে প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়েছেন আগামী বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশায়।
যা-ই হোক পঞ্চভুজ নাটক পাঁচ বন্ধুর মজার গল্প নিয়ে। নাটকটি পরিচালনা করেছেন আবু রেজওয়ান ইউরেকা। এখানে শিমুলের সঙ্গে আরও অভিনয় করেছেন আনন্দ, তমাল, মৈত্রী, সুধা, নিলাভ্র, মৌটুসি বিশ্বাস, মম, রাশেদ খান, নৈঋত প্রমুখ। নির্মাতা জানালেন, এ নাটকে শিমুলের চরিত্রে দর্শকদের জন্য চমক থাকবে। এটি দুরন্ত টিভিতে ২০ জুলাই থেকে প্রচারিত হবে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘পঞ্চভুজ’। আর এটি পুনঃপ্রচারিত হবে সকাল ৮টা ও সন্ধ্যা ৬টায়।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ছোট-বড় পর্দায় মুগ্ধতার সঙ্গে বিচরণ করেছেন মনির খান শিমুল। ১৯৯০ সালে মোরশেদ চৌধুরী রচিত ও বরকত উল্লাহ পরিচালিত ‘টেনশন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে শিমুলের অভিষেক ঘটে। এতে তার সহশিল্পী ছিলেন শমী কায়সার ও জাহিদ হোসেন শোভন। তিনি চলচ্চিত্রেও কাজ করেছেন। তাকে সর্বশেষ দেখা গেছে সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ চলচ্চিত্রে। তবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘একাত্তরের যীশু’। এরপর তিনি মতিন রহমানের ‘মহব্বত জিন্দাবাদ’, হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’, বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। মনির খান শিমুল নাট্যদল ‘থিয়েটার আরামবাগ’-এর হয়ে বেশ কয়েকটি মঞ্চনাটকেও অভিনয় করেছেন।

Print Date & Time : 5 July 2025 Saturday 4:20 pm
নতুন নাটক নিয়ে ফিরছেন শিমুল
বিনোদন ♦ প্রকাশ: