Print Date & Time : 7 July 2025 Monday 10:42 am

নতুন পেপার মিল কিনবে সোনালী পেপার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিল লিমিটেড নতুন একটি পেপার মিল কেনার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সোমবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বাজারে কোম্পানির উৎপাদিত পণ্যের চাহিদা ও বিক্রি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে নতুন কারখানা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চালু আছে এমন উপযোগী কারখানা খুঁজে দেখার জন্য নির্দেশ দিয়েছে। নতুন কারখানার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান সহজে পাওয়া যায় এমন উৎস থেকে করা হবে।

এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য শেয়ারহোল্ডারদের মতামত নেবে কোম্পানি। এর জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হবে। ইজিএমের সময়সূচি ও স্থান এখনো নির্ধারণ করা হয়নি। এসব তথ্য পরবর্তীতে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।