নতুন বছরের প্রত্যাশা

সাবিনা চৌধুরী: নতুন বছরের পূর্ণ প্রভাত দিচ্ছে উঁকি। নতুন বছর মানেই নতুন এক দিগন্তের দ্বার উম্মোচন। বিগত বছরের অর্জনের তৃপ্তি ও ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে শুরু হয় নতুন বছর। নতুন বছরের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সূচনা হয় নতুনভাবে পথ চলার প্রত্যয়। অমিত সম্ভাবনা ও আশার আলো নিয়ে শুরু হয় নতুন এক সূর্যোদয়। সামগ্রিকভাবে ২০২২ সাল খুবই তাৎপর্যপূর্ণ। শিক্ষার হার, জš§হার, শিশুমৃত্যু নিয়ন্ত্রণ, মাথাপিছু আয় ও মানুষের গড় আয়ুর ক্ষেত্রে এই বছরটির উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে। এই বছরটির প্রাপ্তি ও অপ্রাপ্তিও বেশ বৈচিত্র্যপূর্ণ। রাজনৈতিক ও অর্থনৈতিক জনজীবনে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনাবলির জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকবে, আবার কারও কারও কাছে প্রিয়জন ও শেষ সম্বল হারানোর নির্মম স্মৃতিবিজড়িত অধ্যায় হয়ে থাকবে এ বছর।

২০২২ সালের উল্লেখযোগ্য ঘটনাগুলো মধ্যে রয়েছে আদমশুমারি গণনা। করোনার প্রকোপে দীর্ঘ সময়ের জন্য জনজীবন স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে ২০২১ সালের পূর্বনির্ধারিত জনশুমারির পরিকল্পনা স্থগিত হয়ে যায়। এ কারণে করোনা পরিস্থিতি মোকাবিলা করে ২০২২ সালের ১৫ জুন শুরু হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত চলমান সাত দিনব্যাপী গণনা পরিসংখ্যান অনুসারে বাংলাদেশের বতর্মান জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ১৫৮ হাজার ৬১৬ জন। ২৫ জুন প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে প্রথমবারের মতো দেশের দক্ষিণাঞ্চলের এক-তৃতীয়াংশের জেলা ঢাকা বাকি অংশের সঙ্গে সড়কপথে যুক্ত হয়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের ইতিহাসের জন্য একটি মাইলফলক রচিত করেছে এবং বিশ্বদরবারে উšে§াচিত হয় বাংলাদেশের আত্মনির্ভরশীলতার উজ্জ্বল দিগন্ত। এক দশক অপেক্ষার পর ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো উদ্বোধন করা হয় মেট্রোরেল। এটি ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁও পৌঁছাবে। মুজিবকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে মেট্রোরেলের যুগে পদার্পণ করে বাংলাদেশ। তুলনামূলকভাবে গরিব রাষ্ট্র হয়েও বড়দের পাশাপাশি পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও কভিড টিকা নিশ্চিত করা হয়েছে।

খ্রিষ্টীয় ২০২২ সালের প্রাপ্তির খাতা দীর্ঘ হলেও কিছু অপ্রত্যাশিত ঘটনা রেখাপাত করে গেছে জনজীবনে। অনাকাক্সিক্ষত সেসব ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে আগুন। ২০২২ সালের ৪ জুন দিবাগত রাতে এই ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত এবং ৪৫০ জন আহত হয়। অনেক পরিবার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হয়েছে নিঃস্ব। বাবা-মা হারিয়েছে সন্তানকে, স্ত্রী হারিয়েছে তার স্বামীকে, সন্তান হারিয়েছেন বাবাকে। এই ভয়াবহ অগ্নিকাণ্ড ২০২২ সালকে স্মরণীয় করে রাখবে ইতিহাসের কালো পাতায়। এর পরই সিলেটের বন্যা ভয়াবহ আকার ধারণ করে। ২০২২ সালের মে মাসে সিলেটের নি¤œাঞ্চলে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বন্যা শুরু হয়। সুনামগঞ্জসহ ছয়টি উপজেলায় এই বন্যা ভয়াবহ আকার ধারণ করে। এতে অর্ধশতাধিক নিহত ও অগণিত নিখোঁজ হয়। প্রায় ১২ কোটি টাকার প্রাণিসম্পদের ক্ষতি হয় এবং বিপর্যস্ত হয় ১৩ লাখ মানুষ। এই ভয়াবহ বন্যায় পানিবন্দি হয় ৩০ লাখ মানুষ এবং ৪০ হাজার ঘরবাড়ি ভেঙে যায়। এই বন্যার ভয়াবহতা কস্মিনকালেও ভুলবে না বাঙালি জাতি।

অর্জন ও বিয়োগের এই ধারাবাহিক কালক্রমের মধ্যে আরেকটি আবেগময় সময় ২০২২ সালের শেষের দিকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ‘ফিফা বিশ্বকাপ’। আন্তর্জাতিকভাবে পরিচালিত হলেও এই বিশ্বকাপ বেশ উš§াদনার মাধ্যমে উপভোগ করা হয় বাংলাদেশে। বিভিন্ন রাজনৈতিক দল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একযোগে ফুটবল বিশ্বকাপ উপভোগ করে। আর এভাবে নানা উদ্বেগ, উৎকণ্ঠা, প্রাপ্তি-অপ্রাপ্তি, ঘটন-অঘটন, চড়াই-উতরাই ও আনন্দ-বেদনার সাক্ষী হয়ে বাইশের পরিসমাপ্তি ঘটছে।

এ বছরের বিদায়ের সঙ্গে সঙ্গে নতুন বছর হাতছানি দেবে। নতুনকে বরণ করে নেয়া মানুষের সহজাত প্রবণতা। নতুন বছরে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পাশাপাশি মানুষ ব্যক্তিগত চরিত্র পরিবর্তনের আঙ্গীকার করে। অতীতের যাবতীয় গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে ভালো কিছু করার উদ্দীপনা দিয়ে মানুষ কাজে মনোযোগী হয়। অসীম সমস্যার দেশে সসীম সম্পদের যথাযথ পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে বিশ্ব মন্দার প্রভাব কাটিয়ে নতুন বছর ২০২৩ হোক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বছর। এই নতুন বছরটি রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ও বিরোধী দলের সব সংকীর্ণতা পরিহার করে পরস্পরের সহাবস্থানে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠনের পরিবেশ তৈরির মতো চ্যালেঞ্জ মোকাবিলা নতুন বছরের অন্যতম প্রত্যাশা। মাথাপিছু আয় বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, মানসম্মত শিক্ষাব্যবস্থা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হয়ে এগিয়ে যাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুন শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দÑএই আশা ব্যক্ত করে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।

শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়