Print Date & Time : 30 August 2025 Saturday 8:03 pm

নতুন বছরে বেড়েছে এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক: আগের কয়েক মাসের ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম মাসেও বোতলজাত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কেজিতে ২ টাকা ৩৮ পয়সা বাড়িয়ে ১১৯ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

ফলে সবচেয়ে বেশি ব্যবহƒত ১২ কেজির সিলিন্ডার আগের মাসের ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বেড়ে ১ হাজার ৪৩৩ টাকা হয়েছে; মূল্যবৃদ্ধির হার ২ দশমিক ০৩ শতাংশ।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান মো. নুরুল আমিন জানুয়ারির জন্য এলপিজির দাম ঘোষণা করেন।

ঘোষণায় তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মাসে এলপিজির দাম বাড়াতে হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে এলপিজির নতুন দর কার্যকর হবে।

গত মাসে ডলারের গড় দর ছিল ১১৬ দশমিক ৩৯ টাকা আর চলতি মাসে তা বেড়ে হয়েছে ১১৭ দশমিক ৭৯ টাকা।

বিইআরসির বিজ্ঞপ্তিতে অনুযায়ী, জানুয়ারির জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৬২৬ দশমিক ৫০ ডলার, যা ডিসেম্বরে ছিল ৬১৬ দশমিক ৫০ ডলার। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে ১ দশমিক ৬২ শতাংশ।

সবশেষ ঘোষণা অনুযায়ী, জানুয়ারিতে রেটিকুলেটেড পদ্ধতিতে প্রতি কেজি এলপিজির দাম ১১৫ টাকা ৫৭ পয়সা। আর যানবাহনে ব্যবহƒত প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৫ টাকা ৭৬ পয়সা।