Print Date & Time : 5 August 2025 Tuesday 1:05 pm

নতুন বিজ্ঞাপনে জাহারা মিতু

শোবিজ ডেস্ক: উপস্থাপিকা, অভিনেত্রী জাহারা মিতু। এবার তাকে প্যারাসুট পিওর স্কিন অলিভ অয়েলের নতুন বিজ্ঞাপনে দেখা যাবে। সম্প্রতি বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন শামীম খান। নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে মিতু বলেন, পণ্যটির প্রথম বাণিজ্যিক বিজ্ঞাপনযাত্রা শুরু করল। কাজটি করে খুব ভালো লেগেছে। পরিচালক ও ইউনিটের সবাই গুছিয়ে কাজ করেছেন। চলতি মাসেই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। তিনি আরও বলেন, উপস্থাপনা ও সিনেমার কাজের জন্য বিজ্ঞাপন থেকে প্রায় ছয় মাস দূরে ছিলাম। সর্বশেষ অনম বিশ্বাসের পরিচালনায় সিলন চায়ের বিজ্ঞাপনে কাজ করেছিলাম। উপস্থাপনা থেকে চলতি বছরে সিনেমায় আসেন তিনি। শাকিব খানের বিপরীতে ‘আগুন’ শিরোনামে সিনেমায় কাজ করেন। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটির বেশিরভাগ কাজ শেষ। এখন শুধু গানের শুটিং বাকি। আগামী বছরে সিনেমাটি দর্শক দেখতে পারবেন আশা করি। উল্লেখ্য, তিনি বর্তমানে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’র বিচারক হিসেবে কাজ করছেন। এ প্রতিযোগিতায় শুধু বিবাহিত ও ডিভোর্সপ্রাপ্ত নারীরা অংশ নিচ্ছেন।