নতুন বিজ্ঞাপনে শাহরুখ

শোবিজ ডেস্ক: বলিউড অভিনেতা শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জিরো। এটি গত বছর ডিসেম্বরে মুক্তি পায়। এরপর থেকে তিনি কোনো সিনেমায় অংশগ্রহণ করেননি। অভিনয় জগতে পা দেওয়ার পর থেকে ব্যস্ততা সময় পার করেছে। তাই কিছু সময় নিজেকে দিতে চান এবং পরিবারের সঙ্গেও ভালো সময় কাটাতে চান। এর রেশ কাটতে না কাটতেই তিনি সুখবর দিলেন। সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন। একই জগতের দুই ব্যতিক্রমী তারকা শাহরুখ খান ও করণ জোহর। একজন অভিনয় জগতের ‘কিং খান’, আরেকজন বহুমুখী প্রতিভাবান পরিচালক ও প্রযোজক। ‘মাই নেম ইজ খান’ সিনেমায় দুজনেই প্রতিভার চমৎকার বিচ্ছুরণ ঘটিয়েছিলেন ২০১০ সালে। তারপর বহু বছর পেরিয়ে গেলেও আর কোনো সিনেমায় একইসঙ্গে দেখা মেলেনি দুজনের। এদিকে বিনোদন জগতে অনবদ্য কাজ করে চলেছেন করণ জোহর। সেই সূত্র ধরে তিনি নতুন কাজ শুরু করছেন শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানকে নিয়ে। তবে সেটা কোনো সিনেমা নয়। একটি বাণিজ্যিক বিজ্ঞাপন প্রযোজনা করছেন করণ। একটি ফার্নিশিং ব্র্যান্ডের বিজ্ঞাপন এটি। এর আগে শাহরুখ খান অভিনীত করণ জোহরের ‘মাই নেম ইজ খান’ দারুণ ব্যবসা সফল ও প্রশংসিত হয়েছিল। ২০১১ সালের সেরা পরিচালক হিসেবে ভারতের বড় বড় সবক’টি অ্যাওয়ার্ড এসেছিল করণ জোহরের ঝুলিতে। সঙ্গে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী হিসেবেও শাহরুখ খান ও কাজল পেয়েছিলেন বেশ কয়েকটি অ্যাওয়ার্ড।