শেয়ার বিজ ডেস্ক: ‘কেএসএ ভিসা’ নামে একটি নতুন সমন্বিত ভিসা-অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্টারনেট সার্চ ইঞ্জিনে ‘কেএসএভিসা ডট এসএ’ লিখে সার্চ দিলেই জানা যাবে নতুন এই প্ল্যাটফর্ম সম্পর্কিত বিভিন্ন তথ্য। খবর: আরব নিউজ।
সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন এই প্ল্যাটফর্ম সংযুক্ত রয়েছে দেশটির ৩০টির বেশি মন্ত্রণালয়ের সঙ্গে। এছাড়া বাইরের বিভিন্ন দেশের নাগরিকরা হজ, ওমরাহ, পর্যটন,
ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ভ্রমণ, কর্মসংস্থানের তথ্য, অর্থাৎ যে কোনো ভিসার আবেদনের জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।
এসপিএ জানিয়েছে, কেএসএ ভিসার নিজস্ব সার্চ ইঞ্জিনটি বেশ স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। কোনো নতুন ব্যক্তি যদি ভিসার আবেদন করতে চান, সেক্ষেত্রে তাকে বিভিন্ন পরমার্শ দেয়া ও গাইড করতে সক্ষম এই প্ল্যাটফর্ম। আবেদনকারীরা প্রয়োজনে এতে নিজেদের ব্যক্তিগত প্রোফাইলও খুলতে পারবেন।