Print Date & Time : 7 July 2025 Monday 5:58 pm

নতুন মেশিনে বাণিজ্যিক উৎপাদন শুরু অলিম্পিক ইন্ডাস্ট্রিজের

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নতুন মেশিন স্থাপনের পর বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে ক্র্যাকার এবং হার্ড ডো বিস্কুটের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। নতুন স্থাপিত মেশিনের বছরে ১২ হাজার ৪৪২ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে। কোম্পানিটি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় করেছে এক টাকা ৫৪ পয়সা।