Print Date & Time : 15 September 2025 Monday 3:26 am

নতুন শনাক্ত ৫০ জনের পাঁচজনই ঢাকার

নিজস্ব প্রতিবেদক: মহামারি কভিডে মৃত্যুহীন আরও একটি স্বস্তির দিন পেরোল বাংলাদেশ। এ নিয়ে গত ৩০ দিনে কভিডে কারও মৃত্যুর খবর আসেনি। এর আগে গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর আসার পর আর কখনও টানা এক মাস কভিডে মৃত্যুহীন থাকেনি বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত পূববর্তী ২৪ ঘণ্টায় দেশে আরও ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের ৪৫ জনই ঢাকা জেলার বাসিন্দা।

মোট ৬ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ওই ৫০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ৩৫ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এক দিন আগে যা ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন। আর মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১২৭ জন রয়েছে। আলোচ্য ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২১ জন কভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৫৭৫ জন সেরে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৩ হাজার ৪৮৬ জন। অর্থাৎ তারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখনও সুস্থ হননি। গত এক দিনে শনাক্ত ৫০ জন নতুন রোগীর মধ্যে ৪৫ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীর ২ জন, নওগাঁর ১ জন, জয়পুরহাটের ১ জন এবং সিলেটের আক্রান্ত শনাক্ত হয়েছেন। মহামারির মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৮ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।