নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নতুন করে ৭৮৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০৯২৯ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮৩ জনে দাঁড়ালো। মৃত জন পুরুষ। তার বয়স ২১-৩০ এর মধ্যে।
আজ মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও একজন। তিনি পুরুষ, ঢাকার বাসিন্দা। বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এ নিয়ে মারা গেছেন ১৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টা সুস্থ হয়েছেন আরও ১৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৪০৩ জন।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ১০ হাজার ৯২৯ জন।
মারা গেছেন: ১৮৩ জন।
মোট সুস্থ: ১,৪০৩ জন।
মোট নমুনা পরীক্ষা: ৯৩,৩৫২টি।
এর আগে সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। এরইমধ্যে ঈদ উপলক্ষে দেশের শপিংমল আংশিকভাবে খোলার অনুমতি দেয় সরকার। তবে তার সঙ্গে জুড়ে দেয় কিছু শর্ত। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনাও চলছে। এতে করে করোনার সংক্রমণ বাড়তে পারে বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৬ লাখ ৫৮ হাজার ২৬৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২ লাখ ২ হাজার ৮৭০ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৫২ হাজার ৫৬৪ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ৬৯ হাজার ৯২৫ জন।
ইতালি: ২৯ হাজার ৭৯ জন।
যুক্তরাজ্য: ২৮ হাজার ৭৩৪ জন।
স্পেন: ২৫ হাজার ৪২৮ জন।
ফ্রান্স: ২৫ হাজার ২০১ জন।
বেলজিয়াম: ৭ হাজার ৯২৪ জন।
জার্মানি: ৬ হাজার ৯৯৩ জন।
ব্রাজিল: ৭ হাজার ৩৬৭ জন।
ইরান: ৬ হাজার ২৭৭ জন।
নেদারল্যান্ডস: ৫ হাজার ৮২ জন।