Print Date & Time : 17 August 2025 Sunday 5:02 pm

নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৪ জুন) সকাল সাড়ে সাত টার দিকে রাবার ড্যামের বারঘোরিয়া নামব স্থানে মরদেহ টি উদ্ধার করা হয়। নিহত শিশুট হলো শিবগঞ্জ উপজেলার বলিহারপুর ধাইনগর গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে মোবাশ্বির (আড়াই)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, রাবার ড্যামের বারঘোরিয়া প্রান্তে এক শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৭ টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মোবাশ্বিরের পরিবার পুলিশকে জানায়।গতকাল রোববার বেলা ১১ টার দিকে সবার অগোচরে নিজ বাড়ি সামনে মহানন্দা নদীতে নেমে যায় মোবাশ্বির এবং স্রোতের তোড়ে ভেসে যায় সে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়েও তার মরদেহ উদ্ধার করতে পারেন নি। পরে আজ সকালে রাবার ড্যাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান আইনি প্রক্রিয়া শেষে মরদেহ টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।