প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনভর পাঁচশত দরিদ্র নারীর হাতে নতুন শাড়ি তুলে দেয় উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে পরিষদ সভাকক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের ঈদ উপহার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, ট্যাগ অফিসার আশরাফ আলী, মাজেদুর রহমান, ইদ্রিস আলী, রবিউল ইসলাম, শুভ্র বসাক, গোলাম মোস্তফা। পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নে ঈদ উপহার বিতরণ করেন উপ-সহকারী কৃষি অফিসার শাহারুল ইসলাম, নাজমুল হাসান, জহুরুল ইসলাম, সোহেল রানা, সুজন কুমার, শাহাদত হোসেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী মনিরুজ্জামান আকন্দ, রফিকুল ইসলাম, ফজলুল হক, আমজাদ হোসেন প্রমুখ।