Print Date & Time : 10 September 2025 Wednesday 8:07 pm

নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন তরুণী

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতককে রেখে পালিয়ে গেছেন এক তরুণী। ভর্তির দুই ঘণ্টা পর সেই তরুণী নবজাতকটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রেখে পালিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। গত সোমবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে। ভর্তির কাগজে ঠিকানা পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘি বলে উল্লেখ করা হয়েছে। অভিভাবকের জায়গায় জয় লেখা রয়েছে এবং বাচ্চার নাম লেখা রয়েছে বেবি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, গতকাল সকাল ৮টায় হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি সদ্য ভ‚মিষ্ঠ মেয়েশিশুকে কে বা কারা রেখে পালিয়ে গেছেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নবজাতকের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। তার খোঁজ নিতেও কেউ আসেননি। বাচ্চাটি বর্তমানে শিশু ওয়ার্ডের হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত¡াবধানে আছে। তবে বাচ্চাটি সুস্থ আছে।

শিশু ওয়ার্ডের দায়িত্বরত এক নার্স বলেন, সোমবার সকাল ৮টায় এক তরুণী নবজাতককে নিয়ে হাসপাতালে আসেন। মা পরিচয় দিয়ে নবজাতককে হাসপাতালে ভর্তি করানো হয়। সকাল ১০টায় নবজাতকের মাকে আর তার পাশে দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত কোনো অভিভাবক বাচ্চাটির কাছে আসেননি।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বাচ্চাটি কে বা কারা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেখে চলে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। আমরা ঠাকুরগাঁও শিশু পরিবারকে এরই মধ্যে জানিয়েছি। তাদের নিয়ে বাচ্চার বিষয়ে কথা হয়েছে। এ মুহূর্তে বাচ্চার একজন অভিভাবক দরকার। তাই আমরা বাচ্চাটিকে কারও কাছে দিতে চাই। এরই মধ্যে কয়েকজন কাগজসহ আবেদন করেছেন। ঠাকুরগাঁও শিশু পরিবারসহ পরে আমরা কাগজ যাচাই-বাছাই করে যাকে দেয়ার মতো হয় তাকে বাচ্চাটি দিয়ে দেব।