Print Date & Time : 10 September 2025 Wednesday 12:23 pm

নবজাতকের ঠাঁই হলো নিঃসন্তান দম্পতির ঘরে

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই নবজাতকের দায়িত্ব পেয়েছেন এক নিঃসন্তান দম্পতি। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু কল্যাণ বোর্ডের সভায় শহরের গোয়ালপাড়া মহল্লার বাপ্পি ইসলাম ও তার স্ত্রী মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে নবজাতককে তুলে দেন জেলা প্রশাসক মো. মাহবুুবুর রহমান।

এর আগে আয়োজিত সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘শিশুটিকে পাওয়ার জন্য ৮ থেকে ১০টির মতো আবেদন এসেছিল। সবার দরখাস্ত পর্যালোচনা করে শিশু কল্যাণ বোর্ড সর্বসম্মতিক্রমে নবজাতককে শিশু আইন ২০১৩-এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য বাপ্পি ইসলাম ও মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে হস্তান্তর করা হয়।’

এ সময় উপস্থিত ছিলেনÑঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. খুরশিদ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, জেলা কারাগারের জেলার খোন্দকার মো. আল মামুনসহ অন্যরা।

প্রসঙ্গত গত সোমবার সকালে গোলাপী নামে এক নারী ওই শিশুর শ্বাসকষ্ট উল্লেখ করে হাসপাতালে ভর্তি করে। তার কিছুক্ষণ পর শিশুটিকে রেখে মা চলে যান। শিশুটির অভিভাবককে খোঁজ করেও না পেয়ে শিশু কল্যাণ বোর্ডের সভায় কন্যাশিশুটিকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হয়।