Print Date & Time : 2 September 2025 Tuesday 10:27 am

নবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাটি দেখতে খোলা মাঠের চারিদিকে নেমেছে হাজারো দর্শনার্থীদের ঢল। পৌষের কনকনে শীতের মাঝেও এমন আয়োজন করায় খুশি খেলা দেখতে আসা দর্শক ও স্থানীয়রা

বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলার শালকুরিয়া পচাকরঞ্জী বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী যুবলীগের আয়োজনে দিনব্যাপী হাজারো দর্শকের উপস্থিতিতে এই ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৩টি ঘোড়া তিন গ্রুপে তিনটি করে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পৌষের কনকনে শীতের মাঝেও একটু বিনোদনের জন্য এই প্রতিযোগিতা উপভোগ করতে মাঠের চারিপাশে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষের। মাঠে প্রতিযোগীদের টান টান উত্তেজনা আর ঘোড়ার পায়ের টগবগি শব্দে এগিয়ে যায় প্রতিযোগীরা। গ্রামবাংলার এই ঘোড়দৌড় খেলা দেখতে এসে খুশি স্থানীয়রা।

শালকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, নতুন বছর উপলক্ষে ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি, জনগণদের নির্মল আনন্দের জন্য এই আয়োজন করা হয়েছে। আমরা পরবর্তীতে মানুষকে আনন্দ দেয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে এমনকি ভারত থেকেও ঘোড়া অংশগ্রহণ করার আশা প্রকাশ করেন। খেলা আয়োজক মমিনুল হক বলেন, আমরা এই ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রত্যেক বছরে করি থাকি। এবারও আজকে আয়োজন করা হয়েছে। খেলা শেষে তিনটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।