নবাবগঞ্জে পিকআপভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামের জঙ্গলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে রাস্তায় ঘুরতে গিয়েছিল ওই শিশু। এ সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই ফাহিম মারা যায়। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, দুপুরে উপজেলার শাল্টি মুরাদপুরে পিকআপের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।