নবাবগঞ্জে মা ও অভিভাবক সমাবেশ

প্রতিনিধি, দিনাজপুর:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ হয়।

সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতে এ সমাবেশের আয়োজন করা হয়।

গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক। এছাড়া বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইউপি সদস্য ইসাহাক আলী, আ. মান্নান, আ. মাবুদ, সহকারী শিক্ষক শাহাজাহান ছিদ্দিক প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তাজউদ্দিন, সাইফুল ইসলাম, শিক্ষিকা জয়গুন নাহার, রমা দেবী, রিক্তা রানী মণ্ডল ও মুক্তি রানী ভৌমিকসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।