Print Date & Time : 11 September 2025 Thursday 12:44 am

নবায়ন যোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থান বেড়েছে

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি। এর সঙ্গে পাল্লা দিয়ে কর্মসংস্থানও বাড়ছে এই খাতে। জাতিসংঘের বৈশ্বিক শ্রমিক ও কর্মসংস্থানের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিষ্ঠান আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং নবায়নযোগ্য জ্বালানি-বিষয়ক আন্তর্জাতিক আন্তঃসরকার সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (ইরিনা) যৌথ উদ্যোগে করা এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। খবর: অ্যারাবিয়ান নিউজ।

‘রিনিউয়েবল এনার্জি অ্যান্ড জবস: অ্যানুয়েল রিভিউ ২০২৩’ নামের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শেষ দিকে বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট  চাকরি ও কর্মসংস্থান ছিল এক কোটি ৩০ লাখ ৭০ হাজার, যা আগের বছর ২০২১ সালের চেয়ে ১০ লাখ বেশি। ২০১২ সালে এই খাতে চাকরি-কর্মসংস্থানের সংখ্যা ছিল ৭০ লাখ ৩০ হাজার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২২ পর্যন্ত এক বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশ্বের বিভিন্ন দেশের হিসেবে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে চীনে। যে ১০ লাখ নতুন কর্মসংস্থান হয়েছে, শতাংশ হিসেবে সেসবের ৪১ শতাংশই হয়েছে চীনে।

এছাড়া ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ, ভারত ও যুক্তরাষ্ট্রেও বেড়েছে এই খাতের কর্মসংস্থান।

পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির কয়েকটি উৎস বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রচলিত। এগুলো হলোÑসৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, উইন্ডমিল ও বায়োগ্যাস প্ল্যান্ট।

এসব উৎসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সৌরবিদ্যুৎ। গত এক বছরে বিশ্বজুড়ে এই খাতে নতুন কর্মসংস্থান হয়েছে ৪০ লাখ ৯০ হাজার।

একই সময় জলবিদ্যুৎ খাতে ২০ লাখ ৫০ হাজার, বায়োগ্যাস প্ল্যান্ট খাতে ২০ লাখ ৫০ হাজার, উইন্ডমিল খাতে ১০ লাখ ৪০ হাজার এবং অন্যান্য উৎস-সম্পর্কিত খাতে আট লাখ নতুন কর্মসংস্থান হয়েছে।

ইরিনার মহাপরিচালক ফ্রান্সেস্কো লা ক্যামেরা বলেন, নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ ও এই খাতের কর্মসংস্থানের জন্য ২০২২ সাল ছিল দারুণ একটা বছর।  আমরা আশা করছি সামনের বছরগুলোয় পরিবেশবান্ধব জ্বালানি খাতে বিনিয়োগ এবং কর্মসংস্থান উভয়ই বহুগুণে বাড়বে।