Print Date & Time : 2 September 2025 Tuesday 2:14 am

নবীনগরে ট্রাক্টর উল্টে কিশোর নিহত

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিয়ন্ত্রণ হারানো ট্রাক্টর উল্টে কিশোর রাকিব নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন খড়িয়ালা গ্রামে জাহান ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব মিয়া (১৪) খড়িয়ালা গ্রামের মৃত মুকাদ্দস মিয়ার ছেলে।

নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা গেছে, খড়িয়ালা গ্রামে অবস্থিত জাহান ব্রিকস ফিল্ড থেকে ইট নিতে আসছিলেন ট্রাক্টরের চালক। ভাটার নিকটস্থ স্থানে গাড়িটি রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান যায় চালক। এ সুযোগে ড্রাইভারের অগোচরে মুকাদ্দাস মিয়ার কিশোর ছেলে রাকিব গাড়িতে ওঠে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। চলন্ত অবস্থায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে কিশোর রাকিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীনগর থানাধীন শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটির তদন্ত চলছে।