নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

শেয়ার বিজ ডেস্ক: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলার জিরানী বাজারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন আইরিশ ফেব্রিকস লিমিটেড কারখানার শ্রমিকরা।

বকেয়া বেতন, নাইট বিল, হাজিরা বোনাস, ওভার টাইমের টাকা বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্রমিকরা পাশের রেডিয়াল গার্মেন্টসে ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার (ওসি) জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে পাঠানো হয়েছে। মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলছে।