Print Date & Time : 9 September 2025 Tuesday 5:32 am

নবীন শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলো হাবিপ্রবি

মোঃ রুবাইয়াদ ইসলাম, হাবিপ্রবি: উত্তরবঙ্গের অন্যতম প্রধান বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রথমবারের মতো সারা দেশব্যাপী আয়োজিত জিএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর জিএসটি ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে নবীন শিক্ষার্থীদের ভর্তির জন্য সার্কুলার দেয়া হয়েছে হাবিপ্রবি থেকে।

আজ ০২ নভেম্বর (বৃহস্পতিবার) হাবিপ্রবিতে প্রথম বর্ষ (২০২০-২১ শিক্ষাবর্ষে) স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য দেয়া বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদেরকে ৮টি অনুষদের অধীন ২৩টি ডিগ্রির জন্য আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭/২০১৮ সালে এসএসসি এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে SSC ও HSC বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উভয়টিতে ৩.৫০ করে মোট ৮.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩.২৫ করে মোট ৭.০০ থাকতে হবে। এছাড়াও GST ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩৫ মার্ক থাকতে হবে। উক্ত ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ৫/১২/২১ তারিখ থেকে ১৫/১২/২১ তারিখ পর্যন্ত সচল থাকবে। শিক্ষার্থীদের মেধাতালিকা জিএসটি ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরে প্রাপ্ত নম্বর এবং এসএসসিতে প্রাপ্ত জিপিএ এর উপর ১০ নম্বর ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ এর উপর ১০ নম্বর করে সর্বমোট ১২০ নম্বরের মধ্যে মোট প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। এক্ষেত্রে প্রতি ইউনিটের আবেদন ফি ৬০০ টাকা ধরা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সকল ইউনিটে আবেদন করতে পারবেন। তবে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা শুধু B ও C ইউনিটে আবেদন করতে পারবেন। এছাড়াও আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য ৫০ মার্কের পৃথক ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

উল্লেখ্য, এবারের জিএসটি ভর্তি পরীক্ষায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ১৬৮৫ টি।