Print Date & Time : 28 August 2025 Thursday 7:09 am

নভেম্বরের মধ্যেই নিতে হবে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরে। ফলে নভেম্বরের পর আর প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কেউ নিতে পারবেন না। কারণ, নতুন করে টিকা কেনার সম্ভাবনা একেবারেই কম।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য জানান।

বর্তমানে দেশে প্রথম ও দ্বিতীয় ডোজের দেড়  কোটি টিকা মজুত আছে বলে জানান তিনি। তিনি বলেন, যারা এখনো এই দুই ডোজ নেননি, দ্রুত তাদের তা নেয়া উচিত। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার মেয়াদ নভেম্বরে শেষ হয়ে যাবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩,  কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।

এই কর্মকর্তা আরও বলেন, দেশে এখনো ৩৩ লাখ মানুষ প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা নেননি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।

শামসুল হক বলেন, বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে। এখনো সাড়ে ৬ কোটি মানুষ বুস্টার ডোজ নেননি। তিনি আরও জানান, আগস্ট থেকে শুরু হবে ৫ থেকে ১১ বছর বসয়সিদের টিকা কার্যক্রম। এজন্য নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে টিকা পাবে ৪ কোটি ২০ লাখ শিশু।

২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন টিকা কর্মসূচির উদ্বোধন করেন। পরে ৭  ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়।