Print Date & Time : 28 August 2025 Thursday 8:44 am

নভোএয়ারের ফ্লাইট চালু ২১ মে

শেয়ার বিজ ডেস্ক : দেশীয় এয়ারলাইন্স নভোএয়ার আগামী ২১ মে থেকে আবারও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। সেইসঙ্গে টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নভোএয়ার নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

তিনি বলেন, ‘আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। ব্যবসায়ীক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। এ সময়টাতে আমরা যাত্রী ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।’

মফিজুর রহমান আরও বলেন, ‘উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা দেয়াই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।’

যাত্রীরা আজ থেকেই নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। তবে ১৫ শতাংশ ছাড়ের অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে (VQWEBAPP) লিখে টিকেট ক্রয় করতে হবে।

এর আগে গত ২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেশীয় এয়ারলাইন্স নভোএয়ার।