Print Date & Time : 6 July 2025 Sunday 6:44 am

নয়াদিল্লি ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার নিয়োগ

শেয়ার বিজ ডেস্ক: ভারতের নয়াদিল্লি ও যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

নয়াদিল্লিতে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ এবং লন্ডনে নিয়োগ পেয়েছেন আকবর হোসেন মজুমদার। তারা দুজনেই পেশাদার সাংবাদিক। তাদের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে দুই বছর। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের ব্যাপারে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদের মধ্যে আকবর হোসেন বিবিসির ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।