Print Date & Time : 10 July 2025 Thursday 8:09 am

নয়াপল্টনেই সমাবেশ হবে, প্রস্তুতি চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব তথ্য জানান।

রিজভী বলেন, ‘আমরা পুলিশকে জানিয়েছি কাল সমাবেশ হবে। ঢাকা মহানগর নেতারা সমাবেশের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।’

ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে পাঁচ শতাধিক নেতা–কর্মীকে আটক করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, যত বাধা দেবেন, গ্রেপ্তার করবেন, আরও বেশি নেত–কর্মী দলে দলে এই সমাবেশ অংশ নেবেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকার যেকোনো জায়গা দখল করে কর্মসূচি করছে, আর বিএনপি কর্মসূচি পালন করতে গেলে তাদের নানা শর্ত দেওয়া হয়। আগামীকাল বেলা দুইটায় নয়াপল্টনে দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামীকালের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। এই সমাবেশ সফল করতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম উপস্থিত ছিলেন।‌