নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত ১০ দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আজ সোমবার দেশের সব মহানগর, উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।

সোমবার দুপুর ১টা নাগাদ নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। দুপুর ২টায় অনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা। সমাবেশ থেকে সরকার পতনের যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে।

সমাবেশ কেন্দ্র করে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। নয়াপল্টন সড়কে টানানো হয়েছে মাইক। বিএনপি’র এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আজকের বিক্ষোভ ও সমাবেশ  সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ কর্মসূচি থেকে আগামী ২৫শে জানুয়ারি আবারও বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করতে পারে এমনটি জানিয়েছেন বিএনপি নেতারা । ২৫ জানুয়ারি  দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ কর্মসূচি ঘোষণা হতে পারে।