নরওয়ের নাইট ক্লাবে বন্দুক হামলা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক : নরওয়ের রাজধানী অসলোর একটি নাইটক্লাবে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছেন।   শনিবার (২৫ জুন) ওই হামলায় আহত হয়েছেন আরো ১৪ জন।   নরওয়ে পুলিশ বরাতে এপি জানিয়েছে বার্ষিক প্রাইড প্যারেড আয়োজনের প্রস্তুতির সময় এ বন্দুক হামলা হয়।  

পুলিশের মুখপাত্র তোরে বারস্তাদ বলেন, সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করা হয়েছে।   এতে আরো একাধিক ব্যক্তি জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।  

অসলোর দ্য লন্ডন পাবটি সমকামীদের জনপ্রিয় হিসেবে পরিচিত।   শনিবার দিনের শেষভাগে বার্ষিক প্রাইডের প্রস্তুতি উপলক্ষ্যে এতে অনেক মানুষের সমাগম ঘটেছিল।  

প্রত্যক্ষদর্শী রোলাভ ওয়েনবার্গ নামের এক ব্যক্তি বলেন, ব্যাগসহ এক ব্যক্তিকে প্রবেশ করতে দেখেছি। তিনি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি করা শুরু করল।   প্রথমে মনে হয়েছিল এটি একটি এয়ারগান।   কিন্তু পাশের কক্ষের গ্লাস তছনছ হতে দেখে সেখান থেকে পালালাম।

হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।  হামলায় দুজনের মৃতু্য এবং আহত ১৪ জনকে হাসপাতালে পাঠানোরা বিষয়টি টুইটে নিশ্চিত করেছে পুলিশ।