প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে হাবিবুর রহমান গাজী (১৯) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টায় সদর উপজেলার বদরপুর মাসুম মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর সদর উপজেলার হোসেনপুর এলাকার আলতাফ হোসেন গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত হাবিবুর তার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালায়। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় হাসনাবাদ বাজার থেকে স্থানীয় ইউসুফ মিয়ার চালের বস্তা নিয়ে বাড়ি ফেরেন। অটোরিকশা বাড়িতে রেখে বদরপুর এলাকায় মাসুম মার্কেটে আসেন। সেখান থেকে ফেরার পথেই মার্কেটের পেছনে হাফেজ আহমেদের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই হাবিব গাজী মারা যান।
নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে লাশ বাড়ি নিয়ে গেছেন। নিহত হাবিবুরের কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছিল তার এক বন্ধু। ওই টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
