Print Date & Time : 1 September 2025 Monday 9:34 am

নরসিংদীতে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর পলাশে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই ইটভাটার অবৈধ স্থাপনা  ভেঙে দেওয়া হয়।

আজ বুধবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর এলাকায় মেসার্স ফারুক ট্রেডার্সে মালিকানাধীন ইটভাটায় এই অভিযান চালানো হয়। নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসান কাউছার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার জানান, মেসার্স ফারুক ট্রেডার্সকে লাইসেন্সবিহীন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনা করার দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে। লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় যারা লাইসেন্স ছাড়া ইটভাটার ব্যবসা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।