Print Date & Time : 29 August 2025 Friday 11:02 pm

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭

প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল খায়ের এই দুর্ঘটনা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানিয়েছেন তিনি।

নিহতরা হলেন ঝালকাঠির রাজাপুরের আব্দুল গণি হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার (৩৭), টাঙ্গাইলের দেলদোয়ারের মীর মোতাহার হোসেনের ছেলে সবুজ মিয়া (৩২), মির্জাপুরের আইয়ুব খানের ছেলে আল আমিন (২৭), মাদারীপুরের কালকিনির তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (৪০), বরিশালের মুলাদী এলাকার মুজিবুর হাওলাদারের ছেলে আরিয়ান রায়হান (২৫), জামালপুরের সরিষাবাড়ির দুদু মিয়ার ছেলে রাজু মিয়া (৩৭) ও গাড়ি চালক মো. নাসির উদ্দিন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, সাভার থেকে ছেড়ে আসা একটি হায়েস মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরও ২ জন। আহত বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে অনুমান করছেন, মাইক্রোবাসটির বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়। নিহতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।