Print Date & Time : 9 September 2025 Tuesday 9:10 am

নরসিংদীতে পঞ্চম জাতীয় ভোটার দিবস উদযাপন

প্রতিনিধি, নরসিংদী:‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নরসিংদীতে পঞ্চম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে ডিসি ও জেলা নির্বাচন অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর ডিসি আবু নইম মোহাম্মদ মারুফ খান।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেনÑনরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন, সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান প্রমুখ।