Print Date & Time : 3 August 2025 Sunday 3:19 pm

নরসিংদীতে বাল্যবিবাহ নিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রতিনিধি, নরসিংদী : বাল্যবিবাহ নিরোধ, জেন্ডার সমতা ও শিশু অধিকার বিষয়ে ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে আজ বৃহস্পতিবার নরসিংদী প্রেস ক্লাব অডিটরিয়ামে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকী।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার, জেলা সহকারী তথ্য কর্মকর্তা সাইফুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ্, ঢাকা আহসানিয়া মিশনের কো-অর্ডিনেটর তপন কুমার সরকার এবং আলোচনায় অংশগ্রহণ ও গ্রুপ নেতৃত্ব প্রদান করেন সিনিয়র সাংবাদিক নিবারণ রায়, বাদল কুমার সাহা, বেনজির আহমেদ বেনু, ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন।

বক্তারা বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা এবং শিশুর অধিকার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

বক্তাদের অভিমত- দেশে বাল্যবিবাহ প্রতিরোধে মানুষ এখন স্বোচ্চার এবং সচেতন। আগের তুলনায় দেশে বাল্য বিবাহের হার অনেক কমেছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো- দেশে বাল্যবিবাহের হার কমলেও বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। যা সমাজে একটি ব্যাধি বা উদ্বেগের বিষয় হয়ে দাড়িয়েছে।