Print Date & Time : 10 July 2025 Thursday 7:45 am

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে ‘মহান বিজয় দিবস, ২০২২’। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৬টায় ডেপুটি কমিশনার (ডিসি) কার্যালয়ের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ডিসি আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নরসিংদী মুসলেহ্ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সকাল ৮টায় নরসিংদী মুসলেহ্ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও কুচকাওয়াজসহ মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়।