প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ। নতুন নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন এটি। তাই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। অপরদিকে ভোটারদেরও দাবি নির্বাচনটি সুষ্ঠ শান্তিপূর্ণও নিরপেক্ষ করার।
নরসিংদী জেলার সর্ব উত্তরের অনগ্রসর একটি উপজেলা মনোহরদী। এই উপজেলার খিদিরপুর ও চরমান্দালিয়া ইউনিয়ন দুইটি ভেঙে খিদিরপুর, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। এই তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।
প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে হবে এখানকার ভোট গ্রহণ, তাই মক ভোটিংয়ের কাজও সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন প্রার্থীর বিরুদ্ধে দলীয় বিদ্রোহীরা প্রতিদ্বন্দ্বিতা করায় তারাই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে গেছে, এই তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চরমান্দালিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ হাজার ৯৩৮ জন। খিদিরপুর ইউনিয়নে ২১ হাজার ৩৯৯ জন এবং কৃষ্ণপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ১৪৬ জন। তিনটি ইউনিয়নে মোট ২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
এর মধ্যে ১৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।