প্রতিনিধি, নরসিংদী: যথাযথভাবে বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যবহার না করে পরিবেশ দূষনের দায়ে নরসিংদীর দুই পোশাক কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ডিসি কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২৮ মার্চ) দুপুরে নরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকার বিএল এপ্যারেলস ও মাসকো এক্সপোর্ট নামক দুই কারখানাকে এই জরিমানা করা হয়। নরসিংদী ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট শ্যামল চন্দ্র বসাকের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচারনা করেন।
এসময় বিএল এ্যাপারেলসকে ইটিপি ব্যবহার না করে কারাখানার দূষিত বর্জ্য সরাসরি ফেলে দিয়ে পরিবেশ দূষণ করার দায়ে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং একই এলাকার মাসকো এক্সপোর্টসকে যথাযথভাবে ইটিপি ব্যবহার না করে পরিবেশ দূষণ করায় পঞ্চাশ হাজার অর্থদণ্ড দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তর, নরসিংদী এর সহকারী পরিচালক মো. শরিফুল হক এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানালেন ওই ম্যাজিস্ট্রেট।