Print Date & Time : 6 September 2025 Saturday 2:27 am

নরসিংদী প্রেস ক্লাবে নতুন কমিটি

প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২১-২০২৩ সালের নির্বাচনে বৈশাখী টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি মো. হাবিবুর রহমান হাবিব সভাপতি ও সাপ্তাহিক নরসিংদীর সময়ের প্রকাশক ও সম্পাদক হুমায়ুন কবীর শাহ্ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত ১১ সদস্যের এ কমিটিতে আসাদুল হক পলাশ সিনিয়র সহসভাপতি, মাহবুবুর রহমান সহসভাপতি, মনজিল এ মিল্লাত সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ জয়নুল আবেদীন কোষাধ্যক্ষ, এ এইচ ভূঁইয়া সজল সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং বিশ্বজিৎ সাহা, মো. শাহীন মিয়া ও আব্দুল হান্নান ভূঁইয়া কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন।

গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাসুমের স্বাক্ষরিত পত্রে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এ নির্বাচনে ৫৩ ভোটার নিয়ে মোট আটটি পদে ২৫ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করে হাবিবুর রহমান ২০ ভোট, এমএ আউয়াল ১৩ ভোট, মো. নুরুল ইসলাম ১৩ ভোট ও মো. মাজহারুল পারভেজ মন্টি ছয় ভোট পেয়েছেন। সাত ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন হাবিবুর রহমান হাবিব।

সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন, যাদের মধ্যে আসাদুল হক পলাশ ১৯ ভোট, মাহবুর রহমান ১৬ ভোট, মশিউর রহমান সেলিম ১৬ ভোট, আবদুল্লাহ আল শিবলী ১২ ভোট ও মো. বদরুল আমিন চৌধুরী ১০ ভোট পেয়েছেন। আসাদুল হক পলাশ সিনিয়র সহসভাপতি ও মাহবুবর রহমান সহসভাপতি নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্যে মো. হুমায়ুন কবীর শাহ্ ২২ ভোট, মো. সেলিম মিয়া ১৪ ভোট, মো. মোবারক হোসেন ১৩ ভোট ও হামিদুল হক আহাদ তিন ভোট পেয়েছেন। তাদের মধ্যে আট ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হুমায়ুন কবীর শাহ্।

মনজিল এ মিল্লাত সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ জয়নুল আবেদীন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ এইচ ভূঁইয়া সজল সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এটিএম মোস্তফা বাবর দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।