Print Date & Time : 10 September 2025 Wednesday 7:54 am

নরসিংদী হানাদারমুক্ত দিবস আজ

প্রতিনিধি, নরসিংদী : নরসিংদী পাক হানাদারমুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে সমগ্র নরসিংদী পাকিস্তানি হানাদারমুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি নরসিংদীবাসীর কাছে গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন।

 ’৭১ সালে দীর্ঘ ৯ মাস নরসিংদী জেলার বিভিন্ন স্থানে শতাধিক খণ্ড যুদ্ধ সংঘটিত হয়েছে। ওই খণ্ড যুদ্ধে পাকহানাদার বাহিনীর নির্মমতার শিকার হয়ে শহিদ হয়েছেন ১১৬ জন বীর সন্তান। এর মধ্যে নরসিংদী সদরের ২৭, মনোহরদীর ১২, পলাশে ১১, শিবপুরের ১৩, রায়পুরায় ৩৭ ও বেলাব উপজেলার ১৬ জন। 

এছাড়া বহু মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে নরসিংদী হানাদারমুক্ত হয়। স্বাধীনতা যুদ্ধে ঢাকার সন্নিকটে অবস্থিত নরসিংদীতেও মুক্তিযোদ্ধারা পিছিয়ে থাকেনি। দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে ’৭১-এর সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল জেলার আপামর জনসাধারণ। অস্ত্র হাতে রুখে দাঁড়িয়ে ছিল তারা পাকিস্থানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর থেকেই সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি শুরু করে পাক বাহিনীর অন্তরাত্মা কাঁপিয়ে দেয়। মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর প্রবল আক্রমণের মুখে টিকতে না পেরে ’৭১ সালের ১২ ডিসেম্বর পাক বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে নরসিংদী হানাদারমুক্ত হয়।

এ উপলক্ষে আজ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত র‌্যালি এবং জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া ১২ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।