নর্থসাউথ ইউনিভার্সিটিতে চীনা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) সহযোগিতায় গত মঙ্গলবার সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের (আইএসএএস) একটি প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এসআইপিজি সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল আঞ্চলিক সংযোগ বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে গঠনমূলক সংলাপ এবং অন্তর্দৃষ্টি সহজতর করা। এসআইপিজির পরিচালক এসকে তৌফিক এম হকের সভাপতিত্বে সমাবেশে উভয় প্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষাবিদরা অংশ নেন। আইএসএএসের পক্ষে ছিলেন সহযোগী অধ্যাপক জেং জিয়াংইউ, সহযোগী অধ্যাপক লিউ সিউই, প্রভাষক গাও লিয়াং এবং প্রভাষক চেন জিক্সি। বিজ্ঞপ্তি